চুয়াডাঙ্গায় নিখোঁজ যুবক রাসেল আলীর সন্ধানে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এর আগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯ অক্টোবর রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনী পাড়ার নাজমুল হকের ছেলে রাসেল আলী নিখোঁজ হন।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে সন্ধান না পেয়ে চারদিন পর চুয়াডাঙ্গা সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ চুয়াডাঙ্গা রেলস্টেশনের সিসিটিভির ফুটেজে নিখোঁজ রাসেল আলীর সঙ্গে কালাম ও অনিক নামে দুই যুবকের এক সঙ্গে থাকার বিষয়টি দেখতে পায়। পরে গত ৯ নভেম্বর পুলিশ অপহরণকারী সন্দেহে কালাম ও অনিককে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে রাসেলের বাবা নাজমুল হক বলেন, কালাম ও অনিক তার ছেলেকে অপহরণ করেছেন। তারা ঘটনার দিন রাসেলকে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বেনাপোল সীমান্তে নিয়ে যান। যার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাসেলেকে তারা ভারতে পাচার করেছেন। এ অবস্থায় ছেলেকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।