আজ ১৫ নভেম্বর, রেল দিবস। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জাগতি পর্যন্ত প্রথম ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন চালু করা হয়। এরপর ২০২০ সাল থেকে এদিনে রেল দিবস পালন করছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী রেলওয়ে সেবা সপ্তাহ পালন করবে বাংলাদেশ রেলওয়ে।
কমলাপুর রেলস্টেশনে অনুষ্ঠিত হবে আলোচনাসভা। রেলওয়ের টাস্কফোর্স কমিটি বিভিন্ন স্টেশন/ট্রেন পরিদর্শন করবে।
এ ছাড়া রেল দিবস উপলক্ষে স্টেশনগুলো ব্যানার-ফেস্টুন দিয়ে সজ্জিত করাসহ বিভিন্ন ধরনের সচেতনতাবিষয়ক কার্যক্রম গ্রহণ করেছে।