বিএনপি সম্প্রতি বিভিন্ন বিভাগে যে গণসমাবেশ করছে সেখানে টাকা দিয়ে লোক আনা হয়েছে বলে দাবি করেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। আওয়ামী লীগের সমাবেশে টাকা দিয়ে লোক আনতে হয় না বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ঝালকাঠিতে জেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, ১২০ টাকা দিয়ে মানুষ ভাড়া করে যারা আজকে সমাবেশ দেখায়, আর বিনা পয়সায় ঢাকায় যুবলীগের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান হলো, তারা যে কয়েকটা জায়গায় মহাসমাবেশ করল তার কয়েকটা যোগ করলেও ওই সমাবেশের সমান হয় না।
আওয়ামী লীগ তো পরের কথা।
বিএনপির সরকার পতনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, আজকে মহাসমাবেশ করে যদি কেউ মনে করে যে, আওয়ামী লীগ কচুপাতার ওপরের পানির মতো একটি সংগঠন, সেটা ভুল।
সাবেক এই মন্ত্রী বলেন, যেসব দেশের কাছে তারা ধরনা দেয়, বিদেশে দূতাবাসে ধরনা দেয় সেসব দেশে নির্বাচন সংবিধান অনুযায়ী সে সরকারের অধীনে হয়। সুতরাং বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের সরকারপ্রধান শেখ হাসিনার নেতৃত্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। জেলা প্রশাসন আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় ১০৭টি স্টল স্থান পেয়েছে।