ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। সেই দলের কোচ ছিলেন লুইজ ফেলিপ স্কোলারি। এরপর কোচিংয়ে দীক্ষা দিয়েছেন পর্তুগালকেও। তার অধীনে ২০০৪ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সেরা সাফল্য পায় পর্তুগাল।
সেবার ফাইনাল খেলে পর্তুগাল। এরপর ক্লাব ফুটবলে কোচিং করিয়েছেন দীর্ঘ দিন। তবে সব শুরুরই যেমন শেষ আছে। বার্ধক্যজনিত ব্যাপার আছে। তেমনি আছে অবসর। অবশেষে ফুটবলকে বিদায় জানালেন ৭৪ বছর বয়সী এই কোচ।
রোববার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে বোটাফোগোর বিপক্ষে ঘরের মাঠে অ্যাথলেটিকোর ৩-০ ব্যবধানে জয়ের পর কোচিংয়ের ইতি টেনেছেন তিনি। তার আগে শেষ ম্যাচে দলকে জিতিয়ে ষষ্ঠ স্থানে রেখে পরের বছরের জন্য কোপা লিবার্তাদোরেসে খেলা নিশ্চিত করে যান তিনি।
বিদায় বেলায় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন স্কোলারি। তিনি বলেন, ‘ফুটবল আমার জীবনের সাথে জড়িয়ে ছিল। আমি এই অধ্যায়টি খুব ভালভাবে শেষ করেছি। ’
তবে মাঠের ফুটবলকে বিদায় জানালেও জীবনের বাকি দিনগুলো কাটাতে চান ফুটবলকে ঘিরেই। সেকারণেই বসতে চান ক্লাব অ্যাথলেটিকোর গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী পদে। জানিয়েছেন সেই আগ্রহের কথাও।
স্কোলারি বিদায় বেলায় বলেন, ‘আমি ফুটবলের বাইরে বেঁচে থাকার আশা করিনি কখনোই। সবকিছুর মাঝেই ফুটবল নিয়ে বেঁচেছিলাম। এবং আজ এটি শেষ করছি আমি। ’