তুরস্কে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
রোববার বিকেলে ইস্তাম্বুলের আইকনিক ইসতিকলাল এভিনিউয়ে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। ব্যস্ত রাস্তার পাশেই ঘটা এই বিস্ফোরণে আরও ৮১ জন আহত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু জানান, ঘটনাস্থলে বোমা রেখে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ হামলাকে ‘বিশ্বাসঘাতকতা’ মন্তব্য করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান বলেন, ‘এই বোমা হামলায় জঙ্গিবাদের গন্ধ পাচ্ছি। অপরাধীদের শাস্তি দেওয়া হবে। ’
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলার সাথে একজন নারী জড়িত। দেশটির বিচারমন্ত্রী বলেন, সন্দেহভাজন নারী ইসতিকলাল এভিনিউতে প্রায় ৪০ মিনিট বসে ছিলেন। তার চলে যাওয়ার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আলজাজিরা জানিয়েছে, সন্দেহভাজন নারী নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য বলে মনে করছেন কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও দুই যুবক জড়িত বলে ধারণা তাদের।