ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। লম্বা ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন এ নায়িকা। তবে প্রথম বিয়ের পর খুব একটা সিনেমায় দেখা যায়নি পূর্ণিমাকে। কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি।
বিয়ের পর পূর্ণিমা তার ভক্তদের জন্য দিলেন সুখবর। আবারও সিনেমায় ফিরছেন অভিনেত্রী। সরকারি অনুদানে নির্মিত ‘আহারে জীবন’ সিনেমায় দেখা যাবে তাকে।
আজ রোববার থেকে নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে পূর্ণিমা নিজেই জানিয়েছেন।
ছটকু আহমেদ এর পরিচালনায় সিনেমার প্রথম পর্যায়ের শুটিং হবে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। চলবে টানা কয়েক দিন।
এ বিষয়ে গণমাধ্যমকে পূর্ণিমা বলেন, ‘এ সিনেমার গল্প শুনে ভালো লেগেছে। তাছাড়া ছটকু ভাই অভিজ্ঞ একজন নির্মাতা। তার নির্মিত সালমান শাহকে নিয়ে সত্যের মৃত্যু নেই, বুকের ভেতর আগুন সিনেমা দুটি দর্শকপ্রিয়’।