মৌসুমের শেষ সময়ে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তাই চট্টগ্রামের সাগর পাড়ে চলছে ইলিশ বিক্রির মহোৎসব। ঘাটে ঘাটে চলছে ইলিশ উৎসব। বড় সাইজের ইলিশের পাশাপাশি আহরণ হচ্ছে জাটকা ইলিশও।
সরেজমিনে দেখা যায়, নৌকাভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। মাছ ভর্তি ট্রলার পাড়ে ভিড়লে শুরু হয় জেলেদের হাঁক-ডাক। তারপর চলছে কেনাবেচা। প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় খুশি জেলেরা।
তবে বাজারে ইলিশের দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। বিক্রেতারা জানালেন, সাগর থেকে জেলেরা মাছ আহরনের পর কয়েক হাত বদল হয়ে বাজারে আসাতেই বাড়ে ইলিশের দাম। এছাড়া জ্বলানি তেলের দাম বৃদ্ধি ও বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে বেশি দাম হাকাচ্ছেন তারা।
চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক ড. মো: শরীফ উদ্দিন বলেন, সরকারের উদ্যোগেে সুফল মিলছে। এবারো ইলিশ আহরণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সরকারের নির্দেশনা মেনে চলায় জেলেরা লাভের মুখ দেখছে বলেও জানিয়েছে মৎস্য বিভাগ।