যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৫ বছর বয়সী ম্যাক্সওয়েল ফ্রস্ট। ফ্লোরিডার দশম কংগ্রেসনাল আসন থেকে জিতে প্রতিনিধি পরিষদে যাচ্ছেন এই ডেমোক্র্যাট। আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হলে ম্যাক্সওয়েল হবেন মার্কিন কংগ্রেসে ‘জেনারেশন জেড’ এর প্রথম সদস্য।
সিএনএনের খবরে বলা হয়, জনপ্রিয়তায় বেশ এগিয়েই ছিলেন এ তরুণ।
নির্বাচনী প্রচারে তিনি বন্দুক সহিংসতা, জলবায়ু পরিবর্তন, গর্ভপাতের অধিকার, স্বাস্থ্যসেবার আওতা বাড়ানোর মতো ইস্যুগুলো অনেক তরুণ ভোটারকে আকৃষ্ট করে। ম্যাক্সওয়েলের জন্ম ১৯৯৭ সালে।
অন্যদিকে জেনারেশন জেডের প্রতিনিধি হিসেবে তার সঙ্গী হওয়ার সম্ভাবনা রয়েছে রিপাবলিকান ক্যারোলিন লিভিটেরও। তিনি লড়ছেন নিউ হ্যাম্পশায়ারের প্রথম কংগ্রেসনাল ডিসট্রিক্টে। জিতলে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথম আফ্রিকান-কিউবানও হবেন।