বিশ্বকাপ শেষ করে ভারত নিউজিল্যান্ড সফর করবে। সেই সিরিজে বিশ্রামে থাকবেন রোহিত-কোহলিরা। বিশ্রাম শেষে তারা আসবেন বাংলাদেশে। টাইগারদের বিপক্ষে খেলবেন তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট।
আশার খবর, ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সিরিজে বাংলাদেশের পেস বোলাররা পাবেন পেস বোলিং পরামর্শক অ্যালান ডোনাল্ডকে।
বাংলাদেশের টি২০ বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর ডোনাল্ড ফিরে গেছেন তার দেশ দক্ষিণ আফ্রিকায়। তার ঢাকায় ফেরা নিয়েও ছিল প্রশ্ন। কেননা তাকে টি২০ বিশ্বকাপ পর্যন্তই দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বুধবার বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন নিশ্চিত করেছেন, ভারত সিরিজেও ডোনাল্ডকে পাশে পাবেন তাসকিন-মুস্তাফিজরা।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘অ্যালান ডোনাল্ড ভারতের বিপক্ষে হোম সিরিজে থাকবেন। তার চুক্তির বিষয়টি অভ্যন্তরীণ বিষয়। কিন্তু সে ভারত সিরিজে থাকছেন। ’
জানা গেছে, পরবর্তী বোর্ড সভায় কোচিং স্টাফদের চুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। মেলবোর্নে বিশ্বকাপ ফাইনাল শেষে আগামী ১৪ নভেম্বর দেশে ফিরবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর আলোচনায় বসবেন বোর্ডের কর্তা ব্যক্তিরা।
তবে ডোনাল্ডের চুক্তি যে বাড়ছে তা অনেকটাই নিশ্চিত। এই প্রোটিয়া কিংবদন্তির পারফরম্যান্সে খুশি বোর্ড। বিসিবির এক কর্তা জানিয়েছেন, ডোনাল্ডের অধীনে পেসারদের পারফরম্যান্সে বোর্ড সন্তুষ্ট। বিশেষ করে, মুস্তাফিজুর রহমানকে নিয়ে যেভাবে কাজ করেছেন ডোনাল্ড তা নজর কেড়েছে সবার। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে মুস্তাফিজকে প্রথম ম্যাচের পরেই বিশ্রাম দেওয়া হয়। সে সময় মুস্তাফিজকে নিয়ে আলাদা করে কাজ করেন ডোনাল্ড। যার ফল পাওয়া গেছে বিশ্বকাপে।
উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে পা রাখার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। ৪ ডিসেম্বর মিরপুরে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের এই সিরিজ। একই ভেন্যুতে ৭ ও ১০ ডিসেম্বর ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ। মিরপুরেই হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। শুরু হবে ১৪ ডিসেম্বর। এরপর চট্টগ্রামে হবে সিরিজের শেষ টেস্ট। শুরু হবে ২২ ডিসেম্বর।