চলতি বছরের জুলাইয়ে সর্বকালের সর্বোচ্চ রেমিট্যান্স আয় করেছে ভুটান। এই মাসটিতে ভূটানের প্রবাসীরা দেশটিতে পাঠিয়েছেন ১ কোটি ৮২ লাখ ২৯ হাজার মার্কিন ডলার (ভুটানের মুদ্রা গুলট্রামের হিসেবে ১৪৫ কোটি)। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩০ শতাংশ বেশি।
ভুটানের জাতীয় মুদ্রা কর্তৃপক্ষের সর্বশেষ মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে ভুটানের পাওয়া মোট রেমিট্যান্সের প্রায় ৮০ শতাংশ ছিল মার্কিন ডলারে। যার পরিমাণ ছিল ১ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ডলার। অন্যদিকে অস্ট্রেলিয় ডলার এসেছিল ২২ লাখ ১০ হাজার; যা মোট রেমিট্যান্সের ৮ শতাংশ।
এর আগে রেমিট্যান্সের একটা বড় অংশ পাওয়া যেত অস্ট্রেলিয়ান ডলারে। পরিসংখ্যান থেকে জানা যায়, ২০২১ সালে প্রবাসী আয়ে ৫০ শতাংশ ছিল অস্ট্রেলিয় ডলার, যা ২০২০ সালে ৬০ শতাংশ এবং ২০১৯ সালে ৪০ শতাংশ ছিল।
চলতি বছরের গত সাত মাসে দেশটিতে মার্কিন ডলারে পাওয়া মোট রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে। এই সাত মাসে ডলারে রেমিট্যান্স এসছে ২ কোটি ৭৮ লাখ ২০ হাজার। গত বছরের একই সময়ে এসছিল ২ কোটি ৪২ লাখ ৬০ হাজার ডলার।
অন্যদিকে একই সময়ে অস্ট্রেলিয়ান ডলারে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ১২ লাখ ৮০ হাজার, যা গত বছরের চেয়ে ১ কোটি ২৬ লাখ ১০ হাজার কম।
এ বিষয়ে একজন অর্থনীতিবিদ বলেন, যদি আরও বেশিসংখ্যক ভুটানি পরিবার এবং আত্মীয়-স্বজনসহ বিদেশে যায়, তবে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ কমতে পারে।
রেমিট্যান্স প্রবাহ ত্বরান্বিত করতে ভুটানের কেন্দ্রীয় ব্যাংক গত বছরের জুন থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ রেমিট্যান্সের জন্য নগদ প্রণোদনা ১ থেকে ২ শতাংশ বাড়িয়েছে।