জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীর স্বপ্নের রানীগঞ্জ সেতু উদ্বোধনের পর থেকেই শুরু হয়েছে যানচলাচল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগন্নাথপুর উপজেলায় রানীগঞ্জ সেতুসহ ছোটবড় ১৭ টি সেতু উদ্ভোধন করেন।
সিলেটে বিভাগের সর্ববৃহৎ সেতু জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর ওপর নির্মিত রানীগঞ্জ সেতু। সেতুটি উদ্বোধনের পর থেকে সবধরণের যানবাহন চলাচল শুরু হয়েছে। ফলে ঢাকার সঙ্গে সুনামগঞ্জবাসীর দুরত্ব কমলো ৫৫ কিলোমিটার। জেলা শহর সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা সদরের কয়েকটি গণ পরিবহনের এজেন্সী থেকে সরাসরি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।
রানীগঞ্জ টোল প্লাজার দায়িত্বরত এক কর্মকর্তা জানান, রাত ১২টার পর থেকে যানবাহন থেকে টোল আদায় করা হবে। উদ্বোধনের দিন আমরা টোল আদায় করিনি।