বাগেরহাট-খুলনা মহাসড়কে ফকিরহাটে ইট-বোঝাই ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতিসহ মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে ফকিরহাট উপজেলার পিলজং এলাকায় এ সড়ক দুর্ঘটনায় ঘটে।
ঘটনাস্থলেই দাদা মতলেব খাঁর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাকি দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত্যু ঘোষণা করেন।
ঘাতক ট্রলিটিকে জব্দ করা হয়েছে হাইওয়ে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।
নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামে মতলেব খাঁ (৮০), সৈকত খাঁ (২৫) ও রুহিন খাঁ (২৫)। নিহত মতলেব খাঁ ও সৈকত খাঁ সম্পর্কে দাদা-নাতি।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিজানুর রহমান জানান, সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের বৃদ্ধ মতলেব খাঁকে কাটাখালী মোড়ে ডাক্তার দেখাবার জন্য মোটরসাইকেল যোগে দাদা-নাতিসহ ৩ জন রওনা দেন। সাড়ে ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজং এলাকায় পৌঁছালে বাগেরহাটগামী ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত নাতি সৈকত খাঁ ও রুহিন খাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত্যু ঘোষণা করেন। রাতেই নিহত ৩ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।