মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রোববার (৬ নভেম্বর) দুপুরে তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়ার ঘরে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে প্রাকৃতিক নিয়মে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন রণবীর-আলিয়া।
প্রথম সন্তানের মা হওয়ার অনুভূতিও প্রকাশ করেন আলিয়া। নিজের ইনস্টাগ্রামে অনুভূতি জানিয়ে আলিয়া লেখেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এবং সেরা খবরটা এলো। আমাদের প্রথম সন্তান এসেছে পৃথিবীতে। সে যেন এক আশ্চর্য মায়াবী মেয়ে। সদ্য বাবা-মা হয়ে অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছি আমরা। সেইসঙ্গে রণবীর-আলিয়ার পক্ষ থেকে সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা’।
আরও পড়ুন: সিজার নয়, প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দিলেন আলিয়া
করণ জোহর থেকে শুরু করে নতুন বাবা-মা’কে শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার, সোনম কাপুর, আনুশকা শর্মা, অনন্যা পাণ্ডে, নেহা ধুপিয়া, কৃতি শ্যানন, মৌনী রায়ের মতো তারকারাও।