‘আমাদের গ্রহ দুর্দশার সংকেত পাঠাচ্ছে’ এমন সতর্কবার্তা দিয়ে মিশরে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন কপ-২৭। সম্মেলনটিতে যোগ দিতে ইতোমধ্যে ১২০টি দেশের শীর্ষ নেতারা শার্ম আল-শেখ রিসোর্টে পৌঁছেছেন। দুই সপ্তাহব্যাপী চলবে এই সম্মেলন।
রোববার জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদনের কথা উল্লেখ করে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘গত আট বছর রেকর্ড উষ্ণ হওয়ার পথে ছিল গোটা বিশ্ব।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য গোটা বিশ্বেই খাদ্য ও জ্বালানি সংকট দিয়েছে। এবারের সম্মেলনে যুদ্ধ সম্পর্কিত বিষয়গুলো যেন জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপকে বাঁধাগ্রস্ত না করতে পারে সেজন্য আহ্বান জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি। তিনি বলেন, ‘শার্ম আল-শেখ রিসোর্টে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট চ্যালেঞ্জগুলো নিয়ে আমাদের স্বীকৃতি দিতে হবে। এমতাবস্থা অতিক্রমে আমাদের দৃঢ় সংকল্প প্রদর্শন করতে হবে। ’
সম্মেলন উপলক্ষে জাতিসংঘ মহাসচিব একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। যেখানে তিনি ২০২২ সালকে জলবায়ু বিশৃঙ্খলার ক্রনিকল বলেছেন।
রোববার জাতিসংঘ থেকে প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা জানায়, প্রাক-শিল্প যুগ থেকে বর্তমান পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ১৫ সেলসিয়াস বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়েছে সর্বশেষ আট বছরে। এই প্রতিবেদনের ওপর জোর দিয়ে ভিডিও বার্তায় গুতেরেস বলেছেন, ‘এবারের সম্মেলন জরুরি এবং বিশ্বাসযোগ্যের স্থান হতে হবে। ’
সোমবার বিশ্ব নেতাদের সম্মেলনের মাধ্যমে সত্যিকারের কপ-২৭ সম্মেলন শুরু হবে। এ সম্মেলনে সকল রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতারা পাঁচ মিনিটের ভাষণ দেবেন। যেখানে তারা নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরবেন।
সম্মেলনে যুক্তরাজ্যের সদ্যনিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনাক নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার জন্য বিশ্ব নেতাদের পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া গ্লাসগোতে হওয়া গতবারের সম্মেলনে নেওয়া প্রতিশ্রুতিগুলো থেকে পিছ পা না হওয়ার জন্য বলবেন।
বিশ্ব নেতারা সোমবার ও মঙ্গলবার কথা বলবেন। তারা চলে যাওয়ার পরে, সম্মেলনের প্রতিনিধিরা আলোচনা করবেন।
২০০৯ সালে ধনী দেশগুলো বলেছিল, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০২০ সালের মধ্যে দরিদ্র দেশগুলোকে বার্ষিক ১০০ বিলিয়ন ডলার করে সহায়তা দেওয়া হবে। তবে এমনটি করা হয়নি। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ধনী দেশগুলোর সঙ্গে একটি চুক্তি হবে বলে ধারণা হচ্ছে।
সূত্র: বিবিসি