সংঘবদ্ধ ইমো হ্যাকার চক্রের মূলহোতাসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ওয়ারী বিভাগ। রোববার (৬ নভেম্বর) রাতে তাদের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
সোমবার দুপুর পৌনে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে গ্রেপ্তারদের বিষয়ে ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।