দীর্ঘ ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলায় যাত্রীবাহী সকল ধরনের বাস ও নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে (৪ নভেম্বর) সকালে ভোলা-বরিশাল নৌপথে নৌযান চলাচল বন্ধের পর ভোলার অভ্যন্তরীণ রুটে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার বন্ধের দাবিতে শুক্রবার সকাল থেকে এ ধর্মঘটের ডাক দিয়েছে ভোলা বাস মালিক সমিতি।
পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এছাড়াও ভোলা-বরিশাল নৌ-রুটে এর আগের দিন বৃহস্পতিবার লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে গতকাল ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম জানান, উচ্চ আদালতের রায়ে মহাসড়কে থ্রি-হুইলার (তিন চাকার যানবাহন) চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ভোলায় সেটি মানা হচ্ছে না। তারা দীর্ঘ দিন ধরে প্রশাসনের কাছে এ থ্রি-হুইলার বন্ধের দাবি জানিয়ে আসলেও সেগুলো এখনো বন্ধ হয়নি। তাই সমন্বয় পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তারা ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন।