বাগেরহাটের কাটাখালী মোড় মহাসড়ক পার হওয়ার সময় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় জাহাঙ্গীর গাজী (৪২) নামের এক ভ্যানচালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের কাটাখালী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের হাজরা গাজীর ছেলে।
কাটাখালী হাইওয়ে পুলিশ জানায়, ভ্যানচালক জাহাঙ্গীর গাজী শনিবার দুপুরে মোংলা- খুলনা মহাসড়কের কাটাখালী মোড় দৌঁড়ে সড়ক পার হওয়ার সময় মোংলাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ভ্যানচালকের লাশ উদ্ধার করলেও ট্রাকটি আটক করতে পারেনি।