সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান এবং ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন নৌকার প্রার্থী শামীম আহমদ। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ফারুক আহমদ পান ৩ হাজার ২৬৩ ভোট।
নির্বাচনের রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৫ হাজার ৪৭০ ভোটারের মধ্যে ২০ হাজার ৭৬৫ জন ভোট দেন।
মুহিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতি করলেও বর্তমানে তাঁর দলীয় কোনো পদ নেই। তিনি বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান। ফারুক আহমদ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
এদিকে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে বেসরকারিভাবে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যুবলীগ সভাপতি শামীম আহমদ। গতকাল ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ২৮ হাজার ৯৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী কামরুল ইসলাম ঘোড়া মার্কা নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৬১৬ ভোট।
ভাইস চেয়ারম্যানপদে ১৫ হাজার ৯৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন টিয়া পাখি মার্কার প্রার্থী মো. আনা মিয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলদার আলী তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ১০৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাহানারা বেগম। কলস প্রতীক নিয়ে তাঁর প্রাপ্ত ভোট ২৩ হাজার ৪৫৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসলিমা আক্তার সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৭৬৭ ভোট।
ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪৮ হাজার ৪৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৪৮ হাজার ১৭১টি ভোটকে বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। বাকি ২৯০টি ভোট বাতিল করা হয়েছে।