ফ্র্যাঞ্চাইজি হকি লিগে আবার হারল সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পদ্মা। টানা দুই হারের পর মঙ্গলবার সাইফ পাওয়ার গ্রুপ খুলনাকে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছিল পদ্মা। তবে বুধবার আবার হেরে গেল দলটি। এবারের হার রূপায়ন সিটি কুমিল্লার বিপক্ষে।
প্রথম দেখার মতো এবারও দলটির কাছে ৪-৩ গোলে হেরেছে পদ্মা।
হকি চ্যাম্পিয়নস ট্রফিতে মওলানা ভাসানী স্টেডিয়ামে কুমিল্লা ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও মাঝে ঘুরে দাঁড়ানোর দেয় পদ্মা। তবে সাত গোলের রোমাঞ্চে শেষ হাসি হাসে কুমিল্লাই। আগের ম্যাচে ওয়ালটন ঢাকার কাছে হেরে আসা কুমিল্লা এক মিনিটের ব্যবধান দুই গোল করে এগিয়ে যায়। ২১ মিনিটে পুস্কর ক্ষীসা মিমো ও ২৩ মিনিটে ওবায়দুল হোসেন জয় ফিল্ড গোল করেন।
তিন মিনিট পর কৃষ্ণা কুমারের হিটে পাল্টা জবাব দেয় পদ্মা। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান ফের বাড়ান কুমিল্লার সোহানুর রহমান সবুজ। এ কোয়ার্টারের শেষ দিকে মিয়া তানিমিতসু ও জং সিয়ের গোলে ম্যাচ জমিয়ে তোলে পদ্মা। তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারের খেলা দুই মিনিট বাকি থাকতে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন সবুজ। তাতে কুমিল্লার জয়ে ফেরা নিশ্চিত হয়ে যায়। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। অপরদিকে এটি বরিশালের তৃতীয় হার।
একই দিনের আরেক ম্যাচ জয় পেয়েছে একমি চট্টগ্রাম। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ালটন ঢাকাকে ৩-১ গোলে হারিয়ে আসরে তৃতীয় জয় তুলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে জার্মানির পের হিনরিচের ফিল্ড গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। ২১ মিনিটে অধিনায়ক আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ঢাকাকে সমতায় ফেরালেও তৃতীয় কোয়ার্টারে সাত মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম।
৩৭ মিনিটে দেবিন্দর বাল্মীকি ও ৪৪ মিনিটে ফরহাদ আহমেদ সিতুল লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয় চট্টগ্রামের। ওয়ালটনের এটি দ্বিতীয় হার।