বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে মোংলা- মাওয়া মহাসড়কের পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় বাগেরহাট সড়ক বিভাগ। অবৈধ্য স্থাপনার মধ্যে বেশ কয়েকটি বহুতল ভবনও রয়েছে।
উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগকে সহয়তা করে ফকিরহাট উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, ফকিরহাট উপজেলা সদরের ডাক বাংলো মোড় থেকে শুরু হয়ে কাঠালতলা বেইলী ব্রিজ মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় উচ্ছেদ অভিযান চালান হয়। সড়ক বিভাগ দুইমাস আগে অবৈধ দখলদারদের এ বিষয়ে চূড়ান্ত নোটিশ দেয়। একই সঙ্গে মাইকিং করা হয়। কিন্তু দখলদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি। তাই এ অভিযান চালানো হয়েছে।