দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়ার পর হুঙ্কার দিয়েছে উত্তর কোরিয়া। সামরিক উসকানির প্রতিক্রিয়া হিসেবে ‘আরো শক্তিশালী ফলো-আপ ব্যবস্থা’ বিবেচনা করা হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে কোরিয়া এয়ার ড্রিলস।
উত্তরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির মাধ্যমে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান বাহিনীকে মহড়া শুরুর বিষয়ে একটি বিবৃতিতে এই সতর্কতা জারি করেন।
বিবৃতিতে মুখপাত্র বলেন, ‘উত্তর কোরিয়া তার সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা এবং বাইরের সামরিক হুমকি থেকে আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত।
মুখপাত্র যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আরও বলেন, তারা এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারে যা তার নিরাপত্তা স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যদি তারা অবিলম্বে যুদ্ধের মহড়া বন্ধ না করে তবে তাদের যেকোনো পরিণতির জন্য সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে।
ওই বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার বার্ষিক হোগুক ক্ষেত্র মহড়া শেষ করার মাত্র কয়েকদিন পর সতর্ক স্টর্ম এয়ার ড্রিল শুরু করার জন্য যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সমালোচনা করা হয়। এছাড়াও এই মহড়াকে ‘বেপরোয়া’ সামরিক উস্কানি বলে অভিহিত করা হয়েছে উত্তর কোরিয়ার পক্ষ থেকে।