কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকা ও স্বতন্ত্র ঘোড়া মার্কা প্রতীকের প্রার্থীর মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নিয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্ধ্যায় ইউএনও’র গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খোকসা খেয়াঘাট এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবুল আখতার তার কর্মী-সমর্থকের নিয়ে গড়াই নদীর ঘাট পার হয়ে ওসমানপুরে প্রচারণার সময় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকনের সমর্থকদের খেয়াঘাট এলাকায় বাগবিতণ্ডার সৃষ্টি হয় এবং একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী দুলাল, তুষারসহ ৫-৭ জন মারপিটের শিকার হন। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৬টার পর থেকে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গেলে তার গাড়ি ভাঙচুর করা হয়। রাত ১২টা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খোকসা বাজারের বেশ কিছু দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। ১২টার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বাবুল আক্তারের সমর্থক মোহাম্মদ কাইফ নামের একজন গুলিবিদ্ধ হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলেন খোকসা থানার ওসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস ঘটনাস্থলে তার গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ও আসামিদের নামে থানায় মামলা করেছেন।