চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীকে তার ছেলে ‘শহীদ’ বলার প্রতিবাদে তাদের পারিবারিক বাড়ি ‘গুডস হিল’ ঘেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এ সময় সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী-সন্তানদের রাজনীতি নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্তের দাবি করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের সালাহউদ্দিন কাদের চৌধুরীর পারিবারিক বাড়ি গুডস হিল ঘেরাও করে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, গত ১২ অক্টোবর চট্টগ্রামে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে বক্তব্যে দণ্ডিত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের নিজের বাবাকে ‘শহীদ’ উল্লেখ করে স্লোগান দেয়।
আমরা মনে করি, এটা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য অপমান। হুম্মাম চৌধুরীর বক্তব্য ও অঙ্গভঙ্গি রাষ্ট্রদ্রোহিতার সামিল। অবিলম্বে ওই বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার দেয়া হয়।
এ সময় সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের স্ত্রী-সন্তানদের রাজনীতি নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান বক্তারা।
এছাড়া একাত্তরে মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন করা টর্চার সেল হিসেবে পরিচিত গুডস হিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবিও জানানো হয়।
হুম্মামের বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে ২০১৫ সালের নভেম্বরে ফাঁসি দেয়া হয়।