নাটোরে মাদক মামলার রায়ে ইব্রাহীম হোসেন (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম (২৪) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাজীহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ৫ ডিসেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি এলাকা থেকে ইব্রাহীম নামে রাজশাহীর এক যুবককে আটক করে র্যাব। পরে তার দেহ তল্লাশি করে না পেয়ে পায়ুপথ থেকে ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাগাতিপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হলে সাক্ষী প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উলেখিত রায় প্রদান করেন।