টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ৪ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নেমেছিল সাকিব বাহিনী। এরপর থেকেই গুঞ্জন চলছে, টাইগাররা কি বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একই দল নিয়ে মাঠে নামবে?
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯ টায় শুরু হবে দুই দলের এই খেলা। ম্যাচ শুরুর আগে বুধবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান জানালেন সেই প্রশ্নের উত্তর।
ক্যাপ্টেনের কণ্ঠে পরিষ্কার রদবদলের আভাস। বললেন, আমরা প্রেডিক্টেবল দল হতে চাই না। পরিবেশ, প্রতিপক্ষ দেখে বুঝেই দল সাজাব আমরা।
জানা যায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আসতে পারে। মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বির জায়গায় দেখা যেতে পারে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে। তাহলে আর ৪ স্পেশালিস্ট বোলার নিয়ে খেলবে না সাকিবের দল। তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের সঙ্গে অধিনায়ক সাকিব একা নন, একাদশে ঢুকে যাবেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজও।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। এ ছাড়া দলে ইনজুরি সমস্যা না থাকায় পরিবর্তনের সম্ভাবনাও নেই।
এর আগে, টি-টোয়েন্টিতে সাতবারের দেখায় একবারও জয় পায়নি বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রেইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও লুঙ্গি এনগিডি।