বিপদ সামলে তাণ্ডব শুরু করেছিল মঈন আলী। তবে সেই তাণ্ডবে জল ঢেলে দিয়েছে মেলবোর্নের বৃষ্টি। ফলে আক্ষেপ বাড়ল মঈনের। তবে তার আক্ষেপের দিনে হাসি ফুটেছে আইরিশদের।
শেষ পর্যন্ত বৃষ্টির কারণে থামতে হয়েছে ইংলিশদের। যেখানে ডিএল ম্যাথডে ৫ রানে এগিয়ে থেকে জয় তুলেছে আয়ারল্যান্ড।
এদিন বৃষ্টিস্নাত মেলবোর্নে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাতে ভুল করেনি ইংলিশ অধিনায়ক। মাঝে কিছুক্ষণ বৃষ্টির বাগড়ায় বন্দ ছিল খেলা। অবশেষে ম্যাচ মাঠে গড়ালেও দারুণ শুরু পেয়েছিল আইরিশরা। পরে অবশ্য তা ধরে রাখা যায়নি। শেষ পর্যন্ত ১৯.২ ওভার খেলে ১৫৭ রানে থামতে হয়েছে আইরিশদের।
জবাব দিতে নেমে আয়ারল্যান্ড বোলারদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি ইংলিশ ব্যাটাররা। কোনো রান না করেই ফিরেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। এরপর অ্যালেক্স হ্যালেক্সও দুই অংকের দেখা পাননি। হাল ধরতে নেমে বেন স্টোকসও হতাশ করেছেন। এই মুহূর্তে উইকেটে থিতু হওয়ার চেষ্টা চালাচ্ছে ডেভিড মালান ও হ্যারি ব্রুকস।
৮৬ রানে হারিয়ে বসে ৫ উইকেট। তবে এরপরও ইংলিশদের ম্যাচে রেখেছিল মঈন আলী। বৃষ্টি আসতে পারে ভেবে দ্রুত রান তোলায় মনোযোগ দিয়েছিল। ১২ বলে এদিন করেন ২৪ রান। তবে এরপর বৃষ্টি শুরু হলে থামতে হয় তাকে। সেই বৃষ্টিতেই অবশেষে হারতে হয়েছে তাদের। বৃষ্টির আগে ১৪.৩ ওভারে ৫ উইকেট খরচায় ইংলিশরা ১০৫ রান করে।
এর আগে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ইংলিশরা। যেখানে আগে ব্যাট করে আয়ারল্যান্ড অধিনায়কের ৬২ রানে ভর করে ইংলিশদের লড়াকু টার্গেট ছুড়ে দেয় আইরিশরা।
এ দিন ইংলিশদের বিপক্ষে ১২ ওভারেই ১০০রান পেরিয়ে যায় আয়ারল্যান্ড। তখনও হাতে আছে ৯টি উইকেট। তবে এর পরপরই খেলা নিজেদের দিকে ঘুরিয়ে দেয় ইংলিশ বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ বলে ৬২ রানের ইনিংস খেলে অ্যান্ডি বালবির্নি। অধিনায়কের পর আর কেউ হাল ধরতে না পারলে ২০ ওভারও খেলতে পারেনি আইরিশরা।
ইংলিশ বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন।