সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ঘরের মাঠে নজর কাড়তে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। অন্যদিকে লঙ্কান মেয়েদের ফাইনালে তুলেছিলেন দলের কোচ হাসান তিলকারত্নে। সেখানেই ১৯৯৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিলকারত্নেকে মনে ধরে বিসিবির। পরে কোচ হওয়ার প্রস্তাব দিলে রাজি হন তিনি।
বাংলাদেশ নারী দলের সাথে দুই বছরের চুক্তিতে জড়িয়েছেন তিলকারত্নে। তার অধীনে আগামী নভেম্বর মাসেই নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ দল।
এর আগে লঙ্কান নারী দলের সাথে কাজ করেছেন তিনি। অভিজ্ঞতা আছে ছেলেদের ক্রিকেটেও। সব মিলিয়ে তাকে মনে ধরে বিসিবির। আর তায় দলে যোগ করতে কোনো দ্বিধা করেনি নিতি নির্ধারকরা।
তিলকারত্নে লঙ্কানদের হয়ে ৮৩টি টেস্ট খেলেছেন। যেখানে তিনি ৪২.৮৭ গড়ে ৪ হাজার ৫৪৫ রান করেছেন তিনি। রয়েছে ১১টি সেঞ্চুরিরও। দেশের হয়ে খেলেছেন ২০০টি ওয়ানডেও। যেখানে ৩ হাজার ৭৮৯ রানের পাশাপাশি ২টি সেঞ্চুরি রয়েছে তার।