পটুয়াখালী জেলা ট্র্যাফিক পুলিশ বিভাগ এর উদ্যোগে সড়ক বিভাগ আইন বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম চলছে।
এর অংশ হিসেবে আজ সকাল ১১ ঘটিকায় পটুয়াখালীর প্রাণকেন্দ্র বড় চৌরাস্তা থেকে জেলা বাস মালিক সমিতি,পটুয়াখালী জেলা পুলিশের র্ট্যাফিক বিভাগ এবং জেলা মটরজান শ্রমীকদের সৌজন্যে একটি র্যা লী বের হয়ে বাস ষ্ট্যানেডে মালিক সমিতির অফিসের সামনে এসে র্যাললীটি শেষ হয় । আমাদের পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্ট।
এ সময় শতশত মোটরসাইকেল ড্রাইভার, অটো ড্রাইভার এবং বাস মিনিবাস মালিক সমিতির ড্রাইভার এবং যাত্রী সাধারণ উক্ত রর্যিলীতে অংশগ্রহন করেন । ররর্য লী পরবর্তী এক অঅলোচন সভায় প্রধান অতিথি আহমেদ মাঈনুল হাসান র্ট্যাফিক বিষয়ে বিভিন্ন জনসচেতনতামূলক বিষয়ে বিষদ আলোচনা করেন। এব আলোচনা পরবর্তী জনসচেতনতার লক্ষে লিফলেট বিতরণ করা হয় ।
এ সময় তিনি সড়কে দুর্ঘটণা রোধকল্পে চালক হেল্পার সুপারভাইজার এবং সাধারণ যাত্রীদেরকে জনসচেতনতামূলক দিকনির্দেশনা দেন। এ সময় পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতিরসভাপতি মো: রিয়াজ মৃধা, সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা দুলু মৃধা সহ মালিক সমিতির একাধিক নেতাকর্মি এ সময় উপস্থিত ছিলেন।
এ ছারাও পটুয়াখালী জেলা ট্র্যাফিক পুলিশের একাধিক উর্ধতন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা ট্র্যাফিক পুলিশের অবহিতকরণ বিশেষ লিফলেটে রয়েছে, ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন।
চলন্ত গাড়িতে উঠা নামা থেকে বিরত থাকুন ।
ঝুঁকি নিয়ে গাড়িতে ভ্রমন করবেন না। বাসের ছাদে, বাম্পারে পা-দানিতে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।
ভ্রমণকালীন সময়ে অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না।
ব্যক্তিগত মালামাল নিজ হেফাজতে রাখুন। ৫ । মলম ও অজ্ঞান পার্টি হতে সাবধান।
আপনার আশ পাশে সন্দেজনক কাউকে দেখলে রাস্তায় কর্তব্যরত নিকটস্থ্য পুলিশকে সাথে সাথেই অবহিত করুন । এ ছারাও গাড়ীর মালিক ও চালকের প্রতি আহবান
১। গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলুন।
২। ঘনঘন লেন পরিবর্তন করা থেকে বিরত থাকুন।
৩। অযথা ওভারটেকিং করা থেকে বিরত থাকুন এবং সতর্কতার সাথে ওভারটেকিং করুন।
৪। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবেন না।
৫। বাস-নির্দিষ্ট স্থান ব্যতীত যত্রতত্র থামিয়ে যাত্রী উঠানামা করানো যাবেনা ।
৬। ক্লান্ত/অসুস্থ অবস্থায় গাড়ি চালানো হতে বিরত থাকুন ৭। চালকের পর্যাপ্ত বিশ্রাম এর বিষয়টি গুরুত্ব দিন। ৮। লং রুটের বাস/ট্রাক / কাভার্ড ভ্যান-এ দুজন চালক এর ব্যবস্থা রাখুন।
৯। আপনার গাড়ির হালনাগাদ কাগজপত্র গাড়িতে সংরক্ষণ করুন।
১০। গাড়ি চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন।
মনে রাখবেন একটি দুর্ঘণা আপনার বা আপনার পরিবারের সারা জীবননের কান্না। এদিকে এ জনসচেতনতামূলক কার্যক্রম এর বিষয় অতিরিক্ত পুলিশ সুপার সদর আহমেদ মাঈনুল হাসান বলেন আমাদের এ অভিযান চলমান থাকবে, এবং আমরা জেলার বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় জনসচেতনতা আরো বৃদ্ধির পরিকল্পনা নিয়েছি পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে, পরিশেষে এ বিষয় জেলার সকল গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি ।
https://www.youtube.com/watch?v=EkfUMlxvk64