গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ও নড়াইলের মধুমতি নদীর ওপর কালনা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামীকাল সোমবার (১০ অক্টোবর) ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করবেন।
দৃষ্টিনন্দন এ সেতুটি বাংলাদেশের প্রথম ৬ লেনের সেতু। এটি নেলসন লোস আর্চ টাইপ বা ধনুকের মতো বাঁকা।এ সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অন্তত ১৩ জেলার মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হবে।
কালনা বাংলাদেশের প্রথম ৬ লেনের সেতু। ভিয়েতনাম থেকে আনা ১৫০ মিটার দীর্ঘ নেলসন লোস আর্চ টাইপের স্টিলের স্প্যান বসানো হয়েছে সেতুর মাঝখানে। এ জন্য সেতুর সৌন্দর্য বেড়েছে কয়েকগুন। আর এ দৃশ্যটিই সেতুর বিশেষত্ব।
সেতুটি চালু হলে পদ্মা সেতুর সুফল পুরোপুরি ভোগ করতে পারবেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তাছাড়া এশিয়ান হাইওয়েওকে যুক্ত করেছে এ সেতু।
এ সেতুর কারণে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের সঙ্গে বেনাপোলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। ফলে বাংলাদেশের সঙ্গে বাড়বে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার। তাছাড়া যশোর, খুলনা ও নড়াইলের সঙ্গে কমে আসবে ঢাকার দূরত্ব। তাই সেতুটি উদ্ধোধনের অপেক্ষায় প্রহর গুনছেন মধুমতি নদীর দুই পাড়ের মানুষ।
সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯৬০ কোটি টাকা। জাইকার অর্থায়নে নির্মাণ করা হয়েছে সেতুটি।
সেতুটির প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, সেতুটি বেনাপোলের সঙ্গে টেকসই সড়ক যোগাযোগ স্থাপন করবে। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আর্ন্তজাতিক ব্যবসার প্রসার ঘটবে।