খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১ জন নির্মাণ শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত নিহত সাজ্জাদ হোসেনের (২২) বাড়ি খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকায়।
শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টা নাগাদ নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ ১ জন নির্মাণ শ্রমিক নিহত ও ৫ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছে।ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে ভবনের ধসে পড়া ছাদের নিচে আরও শ্রমিক চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিতে অভিযান চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।