টাঙ্গাইলের মির্জাপুরে বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ড্রামট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়িনি। এসময় পিকআপচালক ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুরনীতে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুরনীতে বিকল হওয়া একটি ট্রাককে অতিক্রম করার সময় দ্রুতগতির বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। তখন বাসের পেছেনে থাকা ড্রামট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে একজন নিহত হয়। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকার দিকে প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে পুলিশ রেকার দিয়ে বাস, পিকআপ ও ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।