গলাচিপা-রাঙ্গাবালী উপজেলার ৫ লাখ মানুষের দীর্ঘদিনের প্রানের দাবী রামনাবাদ নদীর উপরে সেতু। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার সময় রামনাবাদ নদীর উপরের সেতুর জায়গা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ শামিমুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্, মেয়র আহসানুল হক তুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটু প্রমুখ।