মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৫০) এক পথচারী নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের দুদিনেও পথচারীর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাজৈর বাবনাতলা এলাকার সড়ক পারাপারের সময় এক পথচারী দুর্ঘটনার শিকার হন।এতে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মাদারীপুর সদর হাসপাতালে মঙ্গলবার দুপুরে মরদেহের ময়নাতদন্ত হয়।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি গোলাম রসুল জানান, লাশের ময়নাতদন্ত হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পিবিআইকে জানালে তারা মরদেহের আঙ্গুল ছাপ নেয়। পরে আঙ্গুলের ছাপ না মেলায় পিবিআই তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। পরিচয় নিশ্চিত না হওয়া গেলে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।