আজ জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন। দুই দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে অনন্য স্বাক্ষর রাখা এ অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রুপালী পর্দার অনেকেই। তবে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর শুভেচ্ছাবার্তা ছিলো একটু অন্যরকম।
মঙ্গলবার (৪ অক্টোবর) এক ফেসবুক পোস্টে অভিনেতা জাহিদ হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানান ফারুকী।ওই পোস্টের শেষে এ নির্মাতা লেখেন, ‘চলেন তিন নম্বর ছবিটা করি বিফোর ইটস টু লেট। ‘ অর্থাৎ যথেষ্ট দেরী হওয়ার আগেই জাহিদ হাসানকে দিয়ে তৃতীয় সিনেমাটি করার ইঙ্গিতই যেন স্পষ্ট।
ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, ‘জাহিদ ভাইয়ের সাথে আমি দুইটা ছবি করছি। একটা ‘মেইড ইন বাংলাদেশ’ আরেকটা ‘শনিবার বিকেল’। আগে ভাবিনি কিন্তু এখন হিসেব করে দেখলাম দু’টোই হোস্টেজ সিচ্যুয়েশনের উপর। দু’টো ছবিই সেন্সর বোর্ডে সাফার করছে। এর মধ্যে একটা এখনও করছে। দু’টো ছবির টোন দুই রকম। আর দু’টো ছবিতেই জাহিদ ভাইয়ের চরিত্র এবং অভিনয়ের রেঞ্জও কমপ্লিটলি দুই প্রান্তের। দুই জায়গাতেই তিনি দুর্দান্ত। শুভ জন্মদিন, জাহিদ ভাই। ‘