নানা নাটকীয়তার মধ্য দিয়ে সন্তানকে সামনে আনলেন শাকিব খান ও বুবলীর। তাদের সন্তান শেহজাদ খান বীর। মঙ্গলবার শেহজাদের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এ অভিনেত্রী।
ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার দেবদূত, আমার নিঃশ্বাস।
‘ ইতোমধ্যেই ছোট্ট শেহজাদের সেই ছবিগুলো ভাইরাল। কমেন্টবক্সে শেহজাদের জন্য শুভকামনা জানাচ্ছেন বুবলীর ভক্ত ও অনুরাগীরা।
নানা জল্পনা কল্পনা শেষে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্তানকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন শাকিব খান ও শবনম বুবলী। এদিন সকালে শাকিব খান সংবাদ মাধ্যমকে জানান, শেহজাদ খান বীর, আমার ও বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
এ বিষয়ে শবনম বুবলী জানান, শেহজাদ খান বীর, আমার এবং শাকিবের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
শেহজাদ খান বীরের নামে এরইমধ্যে খোলা ফ্যান পেজে ফলোয়ার সংখ্যা প্রায় ১ লাখ। একমাত্র ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব বুবলী। মাঝেমধ্যেই দেখা যায় মা-ছেলের বিভিন্ন মুহূর্তের ছবি।