মূল্যস্ফীতি কমার সুখবর আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আগামী মাসে আরও কমবে মূল্যস্ফীতি। সরকারের কৌশলের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছে। ’
সোমবার (৩ অক্টোবর) সকালে জনশুমারি ও গৃহগণনা যাচাই প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
আদমশুমারি নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও তথ্য নিয়ে কোনো বিভ্রান্তি নেই বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠানে বিআইডিএসের পক্ষ থেকে বলা হয়, জনসংখ্যার তথ্যে গরমিল হলে সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হয়। তাই জনশুমারির পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস। যার নাম ‘শুমারি পরবর্তী যাচাই বা পিইসি’। উদ্দেশ্য গ্রহণযোগ্য জনসংখ্যার হিসাব নিরূপণ। ’
বলা হয়, ‘গেল জুন মাসে যে জনশুমারি অনুষ্ঠিত হয়, তা আরও যাচাই বাছাই করতে দেশব্যাপী তথ্য সংগ্রহ করা হবে। আগামী ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ কার্যক্রম। শুধু জনসংখ্যাই নয়, বসতঘর এবং বাসগৃহ সংখ্যা নিরূপণও করবে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস। তথ্য সংগ্রহের ক্ষেত্রে তথ্য ট্যাবের মাধ্যমে সিএপিআই পদ্ধতি অনুসরণ করা হবে। গ্রহণযোগ্য জনশুমানি ও গৃহগণনা কার্যক্রম পরিচালনায় বিআইডিএস এর কাজে হস্তক্ষেপ করবে না পরিকল্পনা মন্ত্রণালয়।