ফরিদপুর-২ আসনে জাতীয় সংসদের উপনির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বসুন্ধরা
গ্রুপের পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। নগরকান্দার চেয়ারম্যানবাড়ীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয়রা তাকে মনোনয়নের দাবি জানান।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মোল্যা, মো. তৈয়বুর রহমান, কামরুজ্জামান মিঠু।
মতবিনিময় সভায় স্থানীয়রা আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়াকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
এ সময় নগরকান্দা-সালথা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।