বগুড়ার নন্দীগ্রামে বাস উল্টে খাদে পড়ে দুই নারী নিহত ও অন্তত ২০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম
কালিগঞ্জ সড়কের দলগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন উপজেলার রঞ্জয় তেঘর গ্রামের সাইফুল ইস
গুরুতর আহত কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় দুইজন মারা যান। আরও তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে যাত্রী নিয়ে বাসটি পন্ডিতপুকুরের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি চালাচ্ছিলেন বাসের হেলপার। বিকেল ৩টার দিকে সড়কের দলগাছা এলাকার ফাঁকা রাস্তায় দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২২ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।
লামের স্ত্রী তাহেরা বেগম (২২) ও নাটোরের সিংড়া উপজেলার হাপানিয়া গ্রামের জমসেদ আলীর কন্যা জুথি খাতুন (২২)।