অনেক জল্পনা কল্পনা শেষে ছেলের ছবি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী বুবলী। এই সন্তান তার ও শাকিব খানের বলে ফেসবুক পোস্টের মাধ্যমে স্বীকার করেছেন তিনি। ওই পোস্টেই ছেলের নাম ‘শেহজাদ খান বীর’ বলে জানান এই ঢালিউড অভিনেত্রী।
২০২০ সালে কাজী হায়াতের ‘বীর’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন বুবলী ও শাকিব খান।শুটিং চলাকালীন সময়ে তাদের প্রেমের গুঞ্জন উঠে মিডিয়াপাড়ায়। সেই গুঞ্জর সত্যি হয়েছে। তবে কি ‘বীর’ সিনেমার নাম দিয়েই ছেলের নাম রাখলেন এই দুই তারকা! সব গুঞ্জনের সঙ্গে এটিও সত্য হতে পারে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বুবলীর পরিবারের এক সদস্য জানান, বুবলী-সাকিবের ছেলের ডাকনাম বীর।
গত ২৭ সেপ্টেম্বর শাকিব-অপুর ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনে হঠাৎ করেই বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিংয়ে রয়েছে এই ঘটনা। সবাই কৌতুহলী হয়ে জানতে চাইছেন বুবলীর বাচ্চা সম্পর্কে। কবে মা হয়েছেন নায়িকা, কে সেই সন্তানের বাবা? এ নিয়ে মুখ না খুললেও ইঙ্গিত দেন বুবলী। সাংবাদিকদের তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বলতে গেলে আমার আরও কয়েকদিন সময় প্রয়োজন। ’
সূত্রে জানা যায়, ২০২০ সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে। আড়ালে যাওয়ার আগে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ ছবির শুটিং করেন।
‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। ছবিতে অভিনয় করতে গিয়ে একটা পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এসব আলোচনার এক ফাকে ২০১৭ সালের মার্চে প্রথম দুজনের প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।