বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির দায়ে ফুয়াদ জামানকে (৪৩) সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ফুয়াদ বন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদের মেয়ে শেহনাজ রশিদ খানের জামাতা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা ও জাতির পিতাকে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেন। এর জেরে একই বছরের ১২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে সিটিটিসি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। পরে আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন এ আসামি।
২০১৯ সালের ৪ জুলাই পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্ত। গত বছরের ৬ জানুয়ারি আদালত এই মামলার অভিযোগ গঠন করেন। মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিলেন।