পটুয়াখালীর রাঙ্গাবালীতে পানিতে ডুবে রিফাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত ওই গ্রামের রাতুল প্যাদার ছেলে।
জানা গেছে, রিফাতের মা প্রতিদিনের মতো সকালে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ ফাঁকে রিফাত খেলার ছলে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়। রাঙ্গাবালী থানার ওসি মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।