ভোলায় মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ সিদ্দিক বাহিনীর ১০ জন সক্রিয় ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে ভোলা জেলার চরফ্যাশন থানার মেঘনা নদীর চরপিয়াল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে উক্ত এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতদল সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকসহ ১০ জন ডাকাতকে আটক করা হয়।এসময় ডাকাতির কাজে ব্যবহত ‘এফ বি শিবসা’ নামক দ্রুতগামী একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। অভিযানকালে আটক ডাকাতদল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পানিতে ফেলে দেয়।
ডাকাত দলের প্রধান সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত এবং পিরোজপুর নাসেরাবাদ থানায় ইতিমধ্যে তার নামে মাদক আইনে মামলা রয়েছে।
আটক ডাকাত দলের সদস্য সিদ্দিকুর রহমান মোড়ল (৫৫), আবুল হোসেন (৪৫), আ. মান্নান(৪২), আবুল হোসেন সরদার (৫০), গোলাম বারী গাজী (৪৪), সবুজ হোসেন (৩০), কেরামত কারিকর (৫৫), নুরুল ইসলাম (খোকন), আ. মালেক (৫০) এবং আইয়ুব আলী মোল্লা (৬৪) সবাই সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা।
তিনি আরও বলেন, পরে জব্দ দেশীয় অস্ত্র ও অন্যান্য মালামাল এবং আটক ডাকাতদের চরফ্যাশন দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়।