ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্যে স্বাক্ষাৎ ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের উদ্দ্যেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পূর্ব নির্ধারিত সময়ে প্রশাসনিক ভবনের যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ন্যাক্কারজনক সশস্ত্র হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর এই নির্মম হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসাবে জামালপুরে জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী মোঃ সোহেল রানা খানের উদ্যোগে বিক্ষোভ মিছিল -সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর বুধবার সকালে স্থানীয় শহরের আজাদ ডাক্তার মোড় হতে মোঃ সোহেল রানা খানের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজার সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ বিক্ষোভ মিছিল -সমাবেশের আয়োজন করেন জামালপুর জেলা ছাত্রদল। সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলার সাবেক ও বর্তমান ছাত্রদল-যুবদলের সকল নেতৃবৃন্দ। এসময় জেলা, শহর, সদর, ওয়ার্ড ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।