সাতক্ষীরার দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জীবনকে (২৭) একটি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উত্তর পারুলিয়ার সেকেন্দ্রা মোড় সংলগ্ন পরিত্যক্ত সখিনা ব্রিকসের পাশ থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেকেন্দ্রা এলাকার প্রভাষক আব্দুল কাদেরের ছেলে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে র্যাব জানিয়েছে, অস্ত্র কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে জিল্লুর রহমান জীবনকে পিস্তলসহ গ্রেপ্তার করে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।