সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলেছেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান
প্রার্থী নুরুল হুদা মুকুট। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয় সভাপতি-সাধারণ সম্পাদক। সংগঠনের
দায়িত্বশীল কাউকে অব্যাহতি দিতে হলে দুই তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।এছাড়া কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মধ্য দিয়ে তাকে অব্যাহতি দিতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে তারা সেটি করেননি। গঠনতন্ত্র না মেনে আমাকে অব্যাহতির চিঠি দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
মুকুট আরও বলেন, জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী না হতে কেন্দ্রের দায়িত্বশীল নেতারা বা জেলা কমিটির কেউই আমাকে অনুরোধ করেননি। কোনো নির্দেশও দেননি। ভোটারদের বিভ্রান্ত করতে এ প্রোপ্যাগান্ডা ছড়ানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক শংকর দাস, শ্রম-বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন সোমবার (২৬ সেপ্টেম্বর) জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নুরুল হুদা মুকুটকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন। সংগঠনের জেলা কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।