করোনার ধাক্কার পর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় চাঙা ভাব ফিরেছে জনশক্তি রপ্তানিতে। চলতি মাসেই চট্টগ্রাম থেকে বিদেশ গেছেন ৫১ হাজারের মতো। আর পুরো দেশ থেকে পাড়ি দিয়েছেন ৯ লাখের কাছাকাছি।
জনশক্তি রপ্তানি ব্যুরো কর্মকর্তারা আরও জানান, মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ আমেরিকাসহ নতুন দেশেও গেছেন অনেকে।
উন্নত জীবনের আশায় করোনার ধাক্কা কাটিয়ে তরুণদের বিদেশ পাড়ির হিড়িক পড়েছে চট্টগ্রামসহ সারাদেশে। দীর্ঘদিন করোনার কারণে মধ্যপ্রাচ্যে গমনে নানা জটিলতায় আটকে গেলেও এখন শিথিল হওয়ায় বিদেশ গমনে আগ্রহ বেড়েছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম মজুমদার জানান, চলতি মাসে শুধু চট্টগ্রাম থেকেই বিদেশ গেছেন ৫১ হাজারের বেশি মানুষ। আর পুরো দেশ থেকে আট লাখের বেশি বিদেশে গেছেন। তবে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ আমেরিকাসহ নতুন নতুন দেশে চাকরি নিয়ে গেছেন অনেক বাঙালি। অনেকে পরিবার নিয়ে গেছেন বলেও জানান তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে কাজের দক্ষতা অর্জন করে বিদেশে পাড়ি দিলে বৈদেশিক মুদ্রা অর্জন যেমন বাড়বে, রেমিট্যান্সের হারও বাড়বে কয়েকগুণ।