আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আরো অনেকে। পরে জেলা পরিষদ
চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মেম্বারগনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য ৪৬ জন এবং সংরক্ষিত মেম্বার ১৪ জন অংশগ্রহণ
করছেন।