অস্ট্রেলিয়ার শহর সিডনির উত্তরে একটি মদের দোকানের বাইরে ঘুষির আঘাতে মারা গেছেন সাবেক সার্ফিং তারকা ক্রিস ডেভিডসন। ২০১০ ও ২০১১ সালে বিশ্ব সার্ফিংয়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন ডেভিডসন।
পুলিশ ডেভিডসনের মৃত্যু সম্পর্কে জানায়, ‘৪৫ বছর বয়সী ডেভিডসনের মুখে আঘাত করা হয়েছিল। পরে তিনি ফুটপাথের উপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান।তাকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হলেও কিছুক্ষণ পর হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ’
১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বেলস বিচ-এ রিপ কার্ল প্রো-তে ওয়াইল্ডকার্ড এন্ট্রি পাওয়ার পর ডেভিডসন মাত্র ১৯ বছর বয়সে সার্ফিং খ্যাতি অর্জন করেন। সে আসরে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন কেলি স্লেটারকে পরাজিত করেন।
ডেভিডসনের মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ব সার্ফিংয়ে ১১ বার শিরোপা জেতা মিঃ স্লেটার। তিনি বলেন, ‘এই লোকটির সাথে অনেক ভাল যুদ্ধ হয়েছে। আমার পরিচিত সবচেয়ে স্বাভাবিক প্রতিভাবান সার্ফারদের একজন তিনি। ’