অবশেষে প্রকাশিত হয়েছে ব্রিটেনের উইন্ডসর চ্যাপেলে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের সমাধিস্থলের প্রথম ছবি।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, হাতে খোদাই করা বেলজিয়ান মার্বেল স্লাবটিতে পিতলের অক্ষরে লেখা রয়েছে, ‘রানী, তার স্বামী প্রিন্স ফিলিপ এবং রানির পিতামাতার নাম। সেন্ট জর্জ চ্যাপেলের রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলের মেঝেতে স্থাপন করা হয়েছে। যেখানে রাজ পরিবারের চার সদস্য যারা অর্ডার অব দ্য গার্টারের সদস্য ছিলেন, তাদের সাধিস্থ করা হয়েছিল।