বাংলাদেশের উইকেটের মান উন্নত করতে নিউজিল্যান্ডের হেড অব টার্ফ ম্যানেজমেন্ট আয়ান জোসেফ ম্যাকনড্রি ঘুরে দেখেছেন মিরপুরের উইকেটগুলো। টি-টোয়েন্টির জমানায় শুধু উইকেট বানাতে বিসিবির আমন্ত্রণে তিনি এ দেশে এসেছেন।
মিরপুরের উইকেট নিয়ে অভিযোগের যেন শেষ নেই। ক্রিকেটার আর বিসিবি গ্রাউন্ডস কমিটির মধ্যে শিতল যুদ্ধ চলে এই ইউকেট নিয়ে।এবার মিরপুরসহ চট্টগ্রাম, সিলেটের উইকেটের মান বাড়াতে নিউজিল্যান্ড থেকে বিশেষজ্ঞ এসেছে বাংলায়। ঘুরে দেখছেন হোম অব ক্রিকেটের ২২ গজের প্রাকটিস গ্রাউন্ডসহ অন্য উইকেটগুলো।
বিশেষজ্ঞ আয়ান জোসেফ ম্যাকনড্রি বলেন, ‘ক্রিকেটের সুযোগ সুবিধায় বাংলাদেশের মাঠগুলো উন্নত। আমি সেগুলো ঘুরে দেখিছি। তবে, ট্রু উইকেট বানাতে আরও কিছু কৌশলের প্রয়োজন। সে বিষয়ে কিউরেটরদের সঙ্গে আমার কথা হয়েছে। ’
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম যুক্তি দেখান, অন্য দেশগুলোতে ক্রিকেটাররা সেন্টার উইকেটে প্রাকটিসের সুযোগ পায় না। সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা সেই নিয়ম মানেন না।
এদিকে, মিরপুরের উইকেট নিয়ে পুরনো যুক্তি আবারও তুলে ধরলেন মাহবুব আনাম। টানা খেলায় পিচের মান নিম্নমুখী বলে অভিমত গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের।